পশ্চিম মেদিনীপুর : অাজ সকালে চন্দ্রকোনাায় দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। সাত সকালে ঘটনাটি ঘটে। দূর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার জয়ন্তীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, অাজ সকাল সাতটা নাগাদ তারকেশ্বর থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসটি জয়ন্তীপুরের সামনে দ্রুত বেগে আসার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। তারপর বাসে থাকা ১০ জন গুরুতর আহত হয়। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। তারপর রাজ্য সড়ক অবরুদ্ধ কাটায়।
চন্দ্রকোনাায় দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস
সোমবার,১৭/১২/২০১৮
635
বাংলা এক্সপ্রেস---