মাঠের লড়াই মাঠেই থাকুক জিতুক ফুটবল


সোমবার,১৭/১২/২০১৮
642

বাংলা এক্সপ্রেস---

রবিবারের সকাল থেকে কলকাতা শহরের সব রাস্তা গিয়ে মিশেছিল একটিই জায়গায়। সে উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, সকাল থেকে কলকাতার ফুটবলপ্রেমীদের গন্তব্য ছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। আই লিগের প্রথম ডার্বি। দুই দলেরই অবস্থা বেশ খরাপ। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যাওয়ার কোনও সুযোগ নেই বললেই চলে। এই অবস্থায় প্রথম ডার্বি খেলতে নেমেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। প্রথমে গোল দিয়ে সবুজ মেরুন শিবির গোল দিয়ে এগিয়ে থাকলেও, ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল দিয়ে আবার খেলায় ফেরে ইস্টবেঙ্গল।

এই ম্যাচ জিতে প্রথম ডার্বি জিতল লালহলুদ শিবির। ম্যাচ শেষের পর যখনই মোহনবাগান সমর্থকরা গ্যলারি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই লালহলুদ শিবির ভিক্টোরি স্ল্যাপ নিয়ে মাঠের মধ্যে উচ্ছাসে ভাসছে গোটা স্টেডিয়াম। সেই ফেস্টুনে লেখা মাঠের খেলা মাঠেই থাকুক জিতুক ফূটবল। আজ হয়ত গোটা বিশ্ববাসিকে এক নতুন শিক্ষা দিয়ে গেল এই বার্তা, এই ভাবেও জয় সেলিব্রেশান করা জায়। আজ সনিকে ছাড়া মাঠে নেমেছিল মোহনবাগান। তবে ম্যাচের ফলাফল জাই হোক না কেন ম্যাচের শেষ মুহুর্তের সাক্ষী থাকল কলকাতা। আবেগ,ভালোবাসা,চিরন্তন ঐতিহ্য নিয়ে এই ভাবে বন্ধুত্ব অটুট থাক দুই শিবিরের। রবিবাসরীয় এই ডার্বি আজকে অনেক কিছু শিখিয়েগেল তা বলার অপেক্ষা রাখেনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট