বেল্ট গ্রেডেশন টেস্ট ও সেমিনার বেলদাতে


রবিবার,১৬/১২/২০১৮
422

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বেল্ট গ্রেডেশন টেস্ট এবং সেমিনার অনুষ্ঠিত হলো বেলদাতে। ক্যারাটে অ্যাসোসিয়েশন বেলদা পরিচালিত ক্যারাটে সংস্থার বার্ষিক গ্রেডেশন টেস্ট এবং ক্যারাটে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো বেলদায়। রবিবার বেলদার অ্যাক্টিভ গেস্ট হাউসে আয়োজিত হয় এই সেমিনারের।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্যারাটে সংস্থার পশ্চিমবঙ্গের চিফ ডি ম্যাথিভানাম, রত্মদীপ মজুমদার। এই আয়োজনে বিশেষ ভাবে সাহায্য করেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চিফ ধনীমান সোনার।উপস্থিত ছিলেন বেলদা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক সন্দীপ রায়। এই দিল কারাটেতে গ্রেডেশন টেস্ট এর পাশাপাশি প্রশিক্ষণ ও দেয়া হয় ছাত্র-ছাত্রীদের। ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় এই বেল্ট গ্রেডেশন টেস্টে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট