বৈকুন্ঠপুরে একটি বাড়িতে বিধ্বংসী আগুন


রবিবার,১৬/১২/২০১৮
502

বাংলা এক্সপ্রেস---

হুগলী পুরশুড়া বৈকুন্ঠপুরে একটি বাড়িতে বিধ্বংসী আগুনে ভাস্মিভুত মাটির বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন আসে। মনে করা হচ্ছে প্রদিপের শিখা থেকে এমন বিপত্তি। আগুন নিয়ন্ত্রনে। ঘটনাস্থলে হুগলী জেলা সভাধিপতি মেহেবুব রহমান সহ পুরশুড়া ওসি সুমন রায় চৌধুরি। এলাকাবাসিদের তৎপরায় আগুন নিয়ন্ত্রনে।

ওই পরিবারের সদস্য মানষ পাত্র উত্তম পাত্র বলেন, কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না,বাড়িতে মোট ১০ জন সদস্য সেসময়ে মহিলারা বাড়িতে ছিলেন, আগুন সব কিছু পুরে নষ্ট হয়ে গেছে। এক মহিলা সদস্যা মঙ্গলা পাত্র বলেন হঠাৎ করে আগুন দেখতে পাই পরে পারার লোকজন ও দমকল বাহিনী এসে আগুন নেভায়। প্রদিপ জ্বলছিলো তবে কিভাবে আগুন লেগেছে জানা নাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট