ডোমকলঃ ডোমকলে ফেনসিডিল কাণ্ডে ধৃত এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে ডোমকলের রবীন্দ্রমোড় এলাকায়। ডোমকল থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে রবীন্দ্রমোড় এলাকায় প্রতিষ্ঠিত ব্যাবসায়ী খাঁন মেডিসিন সেন্টার থেকে উদ্ধার করে প্রায় ১৫৬০ বোতল ফেনসিডিল। যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই ব্যাবসায়ী ফেনসিডিল পাচার করে বলে তাদের কাছে খবর ছিল। ধৃতের নাম খাঁন জর্জ ফারানডেজ। ধৃতের বাড়ি ডোমকলের রবীন্দ্রমোড় এলাকায়। বুধবার ধৃতকে আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ।