হাতে আর মাত্র একটা দিন। আর তারপরেই ‘ক্রিসমাস ইভ’ অর্থাৎ বড়দিনের আগের সন্ধ্যা। আর এই সন্ধ্যা থেকেই বড়দিনের ভোর অবধি গোটা বিশ্ব জুড়ে সব শিশুরই একটাই চিন্তা -বড়দিনের সকালে ঘুম থেকে উঠে সান্টাক্লজের কোনও উপহার মাথার কাছে রাখা মোজার মধ্যে দেখতে পাবে কিনা। শীতের হিমেল হাওয়া , চারিদিকে উৎসবের আমেজ প্রকৃতি জানান দিচ্ছে সান্টা আসছে সান্টাক্লজ-সংক্রান্ত একটি কিংবদন্তি অনুসারে, তিনি সুদূর উত্তরে এক চিরতুষারাবৃত দেশে বাস করেন।
আবার সান্টাক্লজ-সংক্রান্ত আমেরিকান উপাখ্যান অনুসারে, তাঁর নিবাস উত্তর মেরুতে। অন্যদিকে ফাদার খ্রিষ্টমাসের নিবাস মনে করা হয় ফিনল্যান্ডের, ল্যাপল্যান্ড প্রদেশের কোরভাটুনটুরি পার্বত্য অঞ্চলে। সান্টাক্লজ তাঁর স্ত্রী মিসেস ক্লজ, অসংখ্য জাদুক্ষমতাসম্পন্ন এলফ, এবং আট-নয়টি উড়ন্ত বলগাহরিণের সঙ্গে বাস করেন। বছরের শেষে উৎসবের বার্তা নিয়ে আসে এই বড়দিন। এই উৎসব উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখে গেছে।