বিধায়িকা বাগাল পাড়ার মানুষদের হাতে তুলে দিলেন রেশন কার্ড


বুধবার,১২/১২/২০১৮
499

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সবং এর ভূমিপুত্র রাজ্যসভার সাংসদ ডাঃ মানস রঞ্জন ভূঞ্যার দাবিকে মান্যতা দিলেন খাদ্যসাথীর মুখ্যমন্ত্রী। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে সবং এর ৩ নং অঞ্চলে বাগাল পাড়ায় আবার ও ছুটে গেলেন আমাদের প্রিয় বিধায়িকা গীতা রানী ভূঞ্যা,সবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী হাজরা বিবি, সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গন এবং সবং এর জয়েন্ট বিডিও সাহেব ও অন্যান্য আধিকারিক গন। সবং উন্নয়নের দিশারি আমাদের প্রিয় বিধায়িকা বাগাল পাড়ার মানুষদের হাতে তুলে দিলেন রেশন কার্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট