আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোগীদের ফল বিতরণ


বুধবার,১২/১২/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীন হাসপাতালে রোগীদের ফল বিতরণ অনুষ্ঠান করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের সিনিয়র ডাক্তার মাননীয় শ্রী নরেন্দ্রনাথ দে মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী শ্রী কাশীনাথ মহাশয়, Students Islamic Organization Of India – র জেলা সভাপতি মাননীয় মুখলেসুর পাঠান মহাশয়, জামায়াতে ইসলামি হিন্দ -এর জেলা সভাপতি মহ: সাইফুদ্দিন মন্ডল মহাশয়, মানবাধিকার কর্মী ও সর্ব ভারতীয় মানবাধিকার সংগঠন APCR – এর জেলা সভাপতি মাননীয় মতিউর রহমান মহাশয় প্রমুখ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট