কলকাতা: বিজেপির ফলাফল খারাপ হয়েছে। তাতে করে তৃণমূলের লাফালাফির কোন কারন নেই। বাংলায় এর কোন প্রভাব পড়বে না। এই ফলাফল দেখে ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাচ্ছে তৃণমূল। একে কোন লাভ হবে না। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, অনেক বছর ধরে রাজ্য গুলিতে বিজেপি ক্ষমতায় থাকায় কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরী হতে পারে, তারা হয়ত সমর্থন করেনি। কংগ্রেস টানা হেরেছে বিজেপির কাছে। এখানে না হয় একবার জয় পেল। এতে করে বাংলায় দলের কাজে কোন প্রভাব পড়বে না। তৃণমূলের বিরুদ্ধে যেমন আন্দোলন চলছিল তেমনই চলবে। রথযাত্রা কর্মসূচিও হবে।
ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফাচ্ছে তৃণমূল, পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
বুধবার,১২/১২/২০১৮
827
বাংলা এক্সপ্রেস---