মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি অফিসে উল্লাস


মঙ্গলবার,১১/১২/২০১৮
504

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফলে বিজেপির ভরা ডুবি এবং তিন রাজ্যে কংগ্রেসের ভাল ফলের জন্য মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি অফিসে উল্লাস ছড়িয়ে পড়ল। মঙ্গলবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেস নেতা ও কর্মীদের সবুজ আবীর খেলা, বাজি ফাটানো এবং বাজনার তালে তালে নাচ দেখল বহরমপুর তথা জেলাবাসী। যত সময় গড়িয়েছে কংগ্রেস পার্টি অফিসে লোকের সমাগম তত বেশি হয়েছে।

এদিন জেলার নেতা কর্মীদের সাথে সাথে বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী এবং রানীনগর বিধায়ক ফিরোজা বেগম উল্লাসে ফেটে পড়েন। বাজনা বাজিয়ে এবং বাজি ফাটিয়ে বহরমপুর শহরে উল্লাস মিছিল বের করে। বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী সাংবাদিকদের বলেন যে, সাধারন কংগ্রেস কর্মীদের জয় রাহুল গান্ধীর নেতৃত্বে, রাহুল গান্ধী প্রমান করেছে কংগ্রেসই পারে দেশ চালাতে রাজ্য শাসন করতে। নরেন্দ্র মোদি সাড়ে চার বছরের রাজনৈতিক ইতিহাসে ভারতবর্ষটাকে কলঙ্কিত করছে। দেশের অর্থনৈতিক থেকে কৃষি সমস্ত ব্যাবস্থাকে ধংস করেছে। তিনি আরও বলেন এটা সেমিফাইনাল না, এটা ফাইনাল। আগামীদিনে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট