বিরাটদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা


মঙ্গলবার,১১/১২/২০১৮
668

বাংলা এক্সপ্রেস---

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। এদিন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার, বিরাটের নেতৃত্বে ভারতের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন শচীন তেন্ডুলকার। এছাড়া এদিন এই জয়ের জন্য ভি ভি এস লক্ষণ জানান যে কঠিন ম্যাচে ভারত লড়াই করে এই ম্যাচটি জিতেছে ভারতীয় দল। এছাড়া, আরো অনেকে এদিন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া মাইকেল ভন বলেন অসাধারণ একটি ম্যাচ দেখলাম।

অন্যদিকে বিখ্যাত ক্রিকেটার শেন ওয়ান জানান দারুন খেলেছে ভারতীয় দল,তাদের এই জয় ভারতকে আরো বেশি উদবুদ্ধ করবে। তবে বিরাট এর নেতৃত্বে প্রথমবার প্রথম ম্যাচে টেস্ট জয় করল ভারতীয় দল। এর আগে এই রের্কড ছিল না কোন ভারতীয় অধিনায়কের। বিদেশের মাটিতে এই জয় যে সহজ ছিল না তা সহজেই অনুধাবন করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অশ্বিনের দুরন্ত বোলিং এদিন ম্যাচে ফেরায় ভারতকে।অন্যদিকে পুজারার দুরন্ত ইনিংস ভারতকে জয়ের কিনারায় পৌছে দিল তা বলাই জয়।জয়ের উচ্ছাস গোটা টিম জুরে। একের পর এক শুভেচ্ছা বার্তা ভেসে আসছে প্রাক্তন ক্রিকেটার দের তরফ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট