পশ্চিম মেদিনীপুর: মানবিক বেলদাবাসি। মানসিক বিকারগ্রস্থ এক যুবককে বেলদা থানার পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী।বেলদা থানার মধ্যপাড়ায় নেপালের এক যুবককে দেখতে পেয়ে তাকে খাওয়ার খেতে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। জানা গিয়েছে, ওই যুবকের নাম বিকাশ ভট্টরাই। ওই যুবক দেরাদুন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে। পাশাপাশি ওই যুবকের দাবি রাজস্থানের কোন এক সংস্থায় কাজ করত ওই যুবক। কিন্তু চুরির দায়ে উড়িষ্যার জেলে নয়মাস ছিল। তারপর ছাড়া পেতে সে ট্রেনে আসার সময় বেলদা তে নেমে পড়ে। গ্রামবাসীরা জানিয়েছেন ওই যুবক নেশার কারণে সামান্য মানসিক ভারসাম্যহীন। গ্রামবাসী দের দাবি-ওই যুবক যেন বাড়িতে পৌঁছে যায়।
মানবিক বেলদাবাসি
সোমবার,১০/১২/২০১৮
655
বাংলা এক্সপ্রেস---