কলকাতা: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশের বিমান। বাংলাদেশের বিমান BS201 বাংলাদেশ থেকে কলকাতা আসছিল। রানওয়েতে নামার পূর্বে বিমানের ডান দিকে পাখির ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। এই বিমানে ক্রু মেম্বার সহ 172জন যাত্রী ছিল। সব যাত্রীকে সুরক্ষিত উদ্ধার করা সম্ভব হয় বলে এ টি সি সূত্রে খবর। বিমানটিকে মেরামতির কাজ করা হচ্ছে। মেরামতির শেষে বিমানটিকে রিসিডিউল করা হবে এবং পুনরায় বাংলাদেশ এর উদ্দেশ্যে রওনা করা হবে।
দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশের বিমানের
সোমবার,১০/১২/২০১৮
990
বাংলা এক্সপ্রেস---