শীতের পারদ চড়ছে, বারছে শীত, এমন আবহাওয়ায় মন চায় উড়ে যেতে দিক দিগন্তে। হাতে ক্যামেরা হোক বা সেলফি স্টিক এই শীতে ফটোসেশান করতে চাইলে বেড়িয়ে পরতে পারেন আপনার প্রিয় শহর কলকাতার এই সকল জায়গা গুলিতে। যেমন ইকোপার্ক এটি এখন শহর কলকাতার সবথেকে জনপ্রিয় জায়গা, প্রকৃতির কোলে ছবি তুলতে চান তাহলে আজই বেড়িয়ে পরুন প্রকৃতি তীর্থের উদ্দেশ্যে।
সঙ্গে পরিবার থাকুক বা বন্ধুবান্ধব ভিক্টোরিয়া মেমোরিয়াল ছবি তোলার আদর্শ জায়গা। এছাড়া রয়েছে আরও অজস্র জায়গা যেমন প্রিন্সেপ ঘাট, এখানে আপনি নৌকা চরে ছবি তুলতে পারেন। শীতে ফটোপ্রেমিদের অন্যতম পছন্দের জায়গা এটি। এই শীতে বহু কলেজ পড়ুয়া ভিড় জমান এই চত্বরে। আবার কলকাতা মিউজিয়ামের মধ্যে ঢুঁ মেরে আসতে পারেন ছবি অথবা সেলফি তুলতে। আবার যদি পরিবারকে নিয়ে পিকনিকে বেরোতে চান তাহলে খাবার নিয়ে চিড়িয়াখানা যেতে পারেন এই শীতে কোমল রোদ্দুরে বসে থাকতে মন্দ লাগবে না। এছাড়া সাথে তুলতে পারবেন নানা পশুপাখি ও পরিযায়ী পাখির ছবি।