ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ফের নকসাল পন্থী সংগঠনের পোষ্টার। ঝাড়গ্রামের রাজপাড়াতে বেশকিছু পোষ্টার পড়ে। লাল কালিতে লেখা পোষ্টার গুলির নিচে লেখা রয়েছে C.P.I.M.L., পোষ্টারগুলি গ্রামের বাড়ির দেওযালে ও রাস্তায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পোষ্টার গুলিতে লাল কালিতে লেখা রয়েছে ঢালাই রাস্তার টাকা কোথায় গেল টি.এম.সি নেতারা জবাব দাও? বিজেপি ও তৃণমূল নেতাদের গন আদালতে বিচার চাই। আবাস যোজনার টাকা গরিব মানুষদের কাছে নেওযা হচ্ছে কেন তৃনমুল বিজেপি জবাব দাও। রাজপাডা ঢালাই রাস্তা এস.এস.কে পর্যন্ত হয়নি কেন পঞ্চাযেত প্রধান জবাব দাও।
বিজেপি ও তৃণমূল নেতাদের গন আদালতে বিচার চেয়ে পোষ্টার ঝাড়গ্রামে
শনিবার,০৮/১২/২০১৮
583
বাংলা এক্সপ্রেস---