অচৈতন্য অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল বহরমপুর থানার পুলিস


শুক্রবার,০৭/১২/২০১৮
458

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ ফাঁকা মাঠের মধ্যে থেকে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল বহরমপুর থানার পুলিস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার কুঞ্জুঘাটা লিঙ্ক রোড এলাকায়। বৃহস্পতিবার রাত্রে এক বিবাহিত মহিলাকে অচৈতন্য অবস্থায় রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারপর তারা খবর দেয় বহরমপুর থানায়। বহরমপুর থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

মহিলাটির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি প্যান কার্ড। প্যান কার্ডের সূত্র ধরে মহিলার নাম পাওয়া যায় জবা দাস। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ওই মহিলা মদ্যপ অবস্থায় এক ব্যক্তির সঙ্গে বাইকে করে এসেছিলেন। সেই সময় স্থানীয় লোকজন চলে আসায় মহিলাকে ফেলে চম্পট দেয় ওই ব্যাক্তি। পুলিশ তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তার চিকিৎসা চলছে। পুলিস তার ঠিকানা জানার চেষ্টা করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট