হিট ম্যান নামে পরিচিত ২২ গজে তিনি। সাড়া বিশ্ব তাঁর ব্যাটিং জাদুতে মুগ্ধ। তাঁর ঝোরো ইনিংস বারবার জ্বলে উঠেছিল ২২ গজে। ইতিমধ্যে ভারত অজি বাহীনির বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট করতে নেমেছিল। কিন্তু তখন ই ঘটে ঘটনাটি। তিনটি ছক্কা আর দুটো বাউন্ডারি হাঁকানোর পর মনে হচ্ছিল তিনি টি২০র মতো টেস্টেও ব্যাটে ঝড় তুলতে চলেছেন। কিন্তু একটা দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে প্যাভেলিয়নে ফিরলেন তিনি। মার্কাস হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই হিট ম্যান। ভারত তখন ৪টি মুল্যবান উইকেট হারিয়েছে। ঠিক তখনই রোহিতের আউট নিয়ে আরো চাপে পড়ে যায় ভারতীয় দল। এর পরেই এই আউট নিয়ে ওঠে সমালোচনার ঝড়।
রোহিতের আউট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া
শুক্রবার,০৭/১২/২০১৮
715
বাংলা এক্সপ্রেস---