কৃষি জমিতে আগুন লাগানোর ফলে কমছে উর্বরতা


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
578

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: কৃষি দফতরের পক্ষ থেকে টানা প্রচার চলছে যাতে কৃষি জমিতে আগুন লাগানো না হয়। কিন্তু সেই প্রচার সবটুকুই বৃথা। জমিতে আগুন লাগলে জমির ক্ষত হচ্ছে জেনেও ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুরে চলছে জমিতে আগুন লাগানো। বিভিন্ন কৃষি মেলা গুলোতেও জমিতে আগুন না লাগানোর বার্তা দেওয়া হয়ে থাকে। জমিতে এখন ধানা কাটা ও ঝাড়াই এর কাজ হচ্ছে নানান মেশিনের দ্বারা। পড়ে থাকা খড়, নাড়া তে আগুন লাগিয়ে দিচ্ছেন চাষীরা জমি সাফ করার জন্য৷ এর ফলে মাটি উর্বরতা শক্তি হারাচ্ছে। মাটির মধ্যে থাকা কেঁচো, বিভিন্ন পোকামাকড়ও মারা যাচ্ছে। শুধুমাত্র জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এটা না সচেতনতার অভাবেও এমনটা হচ্ছে বলে মনে করেন প্রশাসনিক কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট