মোহনা বাসস্ট্যান্ড অবরোধ বাস চালক ও বাস কর্মচারীদের


বুধবার,০৫/১২/২০১৮
608

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখল বাস চালক ও বাস কর্মচারীরা। তাদের অভিযোগ, বহরমপুর থানার পুলিস তাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে। তারা তাদের নিয়ম মতো বাসস্ট্যান্ডে বাসযাত্রীদের নামাচ্ছেন। কিন্তু পুলিস সে কথা না মেনে বাস কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। বুধবার দুপুরে বাস স্ট্যান্ডে পুলিস এসে কয়েকজন বাসকর্মীকে থানায় তুলে নিয়ে যায়। তারপরেই বাস চালক ও অন্যান্য বাসকর্মীরা বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে এসে অবরোধ শুরু করে। তাদের দাবী পুলিস যাদের ধরে নিয়ে গেছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে। এর পরেই বহরমপুর থানার পুলিস আটক বাসকর্মীদের ছেড়ে দিলে। বাস চালোক ও বাস কর্মীরা অবরোধ তুলে নেয়। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট