পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাসের তেল ভরাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে পেট্রোল পাম্প কর্মীদের গন্ডগোলের খবর করতে গিয়ে আক্রান্ত দুই সংবাদমাধ্যমের কর্মী মৃন্ময় চক্রবর্তী ও সেক ওয়ারেশ আলী। মেদিনীপুর শহরের উপকণ্ঠে ধর্মা পেট্রোল পাম্পের কাছে এই দুজনকে বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল, ক্যামেরা ব্যাগ। সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিলেও তাদের কে ছাড়া হয়নি। পরে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। গুরুতর আহত ২জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জানা গেছে, বাসটি কেশপুর থেকে এসেছিলো।
খবর করতে গিয়ে আক্রান্ত দুই সংবাদকর্মী
সোমবার,০৩/১২/২০১৮
821
বাংলা এক্সপ্রেস---