ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রাজ কলেজের হস্টেলে ছাত্র ভর্তি সহ নানা দাবিদাবা নিয়ে কলেজ গেটে অবস্থান বিক্ষোবে বসেছে পড়ুযারা। সোমবার সকাল ১০টা এই অবস্থান বিক্ষোবে বসার জেরে কলেজে ঢুকতে পারেনি অধ্যক্ষ সহ সবাই। পড়ুযাদের দাবি চলতি শিক্ষাবর্ষে হোস্টেলে ছাত্র ভর্তি এখন হয়নি। ২০০ জন ছাত্র ভর্তি না হওযায় পড়াশুনার ব্যাঘাত ঘটছে পড়ুযাদের। ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায় এই হস্টেলের সমসার কথা স্বীকার করে বলেন হস্টেল সংক্রান্ত ব্যাপার শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে উনারা সংষ্কারের অর্ডারো দিয়েছেন। পূর্ত দপ্তরের থেকে হস্টেলের ইলেকট্রিকেল কাজ শেষের মুখে কিন্তু হস্টেলের সিবিলের কাজ শুরু হয়নি যার ফলেই এই সমস্যা।
হস্টেলের দাবি নিয়ে ঝাড়গ্রাম রাজ কলেজে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের
সোমবার,০৩/১২/২০১৮
582
বাংলা এক্সপ্রেস---