পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়িতে মুখ্যমন্ত্রীর জনসভাার প্রচারে মিছিল সংঘটিত হলো কেশিয়াড়ি ব্লকের কলাবনি তে। কলাবনি বুথ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই জনসভার প্রচার মিছিল চালায় কলাবনি বুথ জুড়ে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, জেলা পরিষদ সদস্য মামনি মান্ডি, কল্পনা সিট, কলাবনি বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত দাস, সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দিন কলাবনির তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করে নিজেদের পার্টি অফিসের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা ধরনের স্বপ্নের প্রকল্প কথা তুলে ধরে ৩ ডিসেম্বর কেশিয়াড়ি তে জনসভায় যোগ দানের কথা বলেন জেলার কার্যকরী সভাপতি নির্মল ঘোষ।
মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে কলাবনি তে মিছিল তৃনমুলের
রবিবার,০২/১২/২০১৮
555
বাংলা এক্সপ্রেস---