চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রামপঞ্চায়েতে মিলিকপাড়া গ্রামে পুলিশ আসামী গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসিদের সংঘর্ষ হয়। জানাগেছে, পুলিশ তল্লাশীর নামে বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে গ্রামবাসিরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাদানে গ্যাস ছোড়ে।ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মি অল্প বিস্তর আহত হয়েছেন বলে পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন গ্রামবাসি আহত হয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে।পুলিশ ধরপাকর শুরু হয়েছে।
আসামী গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসিদের সংঘর্ষ
রবিবার,০২/১২/২০১৮
547
বাংলা এক্সপ্রেস---