নতুন প্রেমীকের সাথে থাকার জন্য নতুন বাড়িও কিনে ফেলেছেন মালাইকা


রবিবার,০২/১২/২০১৮
1552

বাংলা এক্সপ্রেস---

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি মালাইকা।সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বহুদিন আগে বিচ্ছেদ হয়ে গেলেও, মালাইকার ইনস্টাগ্রামে গেলে সেখানে তাঁর নামের সঙ্গে ‘অরোরাখান’ পদবি জোড়া ছিল এতদিন। শত বিতর্কের পরও মালাইকা তার প্রাক্তন স্বামী অরবাজ খানের “খান” পদবি মুছে ফেলননি। কিন্তু, এবার চট জলদি সেই কাজটি  করে ফেলেন মালাইকা। ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন মালাইকার খান পদবী।আর তখনই তা নিয়ে শুরু হয় বহুজনের নানান বিতর্ক। ইতিমধ্যেই শোনা যাচ্ছে ২০১৯ সালে নাকি অর্জুন ও মালাইকা একসাথেই থাকবেন। তাই মুম্বই এ নাকি বিলাসবহুল বাংলো-ও কিনে ফেলেছেন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট