বিষমদ কাণ্ডের পরেও উত্তরপাড়ার স্টেশন সংলগ্ন এলাকায় রম রমিয়ে অবৈধ মদের আসর


রবিবার,০২/১২/২০১৮
461

বাংলা এক্সপ্রেস---

বিষ মদ কাণ্ডের পরেও উত্তরপাড়া র স্টেশন সংলগ্ন এলাকায় রম রমিয়ে চলছে অবৈধ মদের আসর। রেল ও পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি জানাচ্ছেন সাধারণ মানুষ, রেল এর জায়গা সত্ত্বেও উদাসীন কর্তৃপক্ষ,পাশেই চলছে অটো স্ট্যান্ড।নিত্যদিন সাধারণ মানুষ মহিলা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ভুক্তভুগী।

এলাকার মানুষের দাবী প্রশাসনের উদ্দেশ্যে দ্রুত এই বিষয়ে ব্যাবস্থা নেওয়া হোক ও এলাকায় সুস্থ পরিবেশ যাতে ফিরে আশে।যদিও এ বিষয়ে এর বিরুদ্ধে সরব এলাকার কাউন্সিলর ২০ নম্বর ওয়ার্ডের ইন্দ্রজিৎ ঘোষ।

যদিও এই বিষয়ে রেল এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা কত দ্রুত প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট