কলকাতা: বিশ্ব এডস দিবস উপলক্ষে দুর্বার মহিলা সমিতি র পক্ষ থেকে সচেতনতার জন্য এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহন করেন সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মহিলারা ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার সু্নন্দা সরকার। এই পদযাত্রা পুরো সোনাগাছি অঞ্চল পরিক্রমা করে। সাধারন মানুষের মধ্যে এইডস সম্পর্কে সচেতন করা হয় এই মিছিলের মধ্য দিয়ে।
বিশ্ব এইডস দিবসে সোনাগাছিতে দুর্বার মহিলা সমিতির পদযাত্রা
শনিবার,০১/১২/২০১৮
619
বাংলা এক্সপ্রেস---