ফের পশ্চিম মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী


শনিবার,০১/১২/২০১৮
439

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত ভোটে রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলিতে তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ায় আসরে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। যেসব জায়গায় বিজেপির খানিকটা উথ্থান দেখা দিয়েছে সেখানে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়তি দায়িত্ব দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল সরকারে ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বসে প্রশাসনিক কাজকর্ম বন্ধ করে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। কিন্তু তাও রাজ্যের উন্নয়নের সুফল বেশ কিছু জায়গায় মেলে নি তৃণমূলের ভোটবাক্সে।

পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে শোনা যায় কেশিয়ারী বিধানসভায়  বিজেপির উথ্থানেই নাকি জেলায় শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিরিব। কিন্তু তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে,এবার সেই কেশিয়ারীতেই সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারীতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।তারপর মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করে ৪ ডিসেম্বর দুপুর ১টায় জেলার প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দোপাধ্যায়।পরের দিন মুখ্যমন্ত্রী যাবেন পূর্ব মেদিনীপুরের দীঘাতে। মহিষাদলেও একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট