একই ঘর থেকে উদ্ধার হল দুজনের ঝুলন্ত দেহ


শুক্রবার,৩০/১১/২০১৮
489

বাংলা এক্সপ্রেস---

কান্দীঃ বৃহস্পতিবার দুপুরে একই ঘর থেকে উদ্ধার হল দুজনের ঝুলন্ত দেহ। সম্পর্কে তারা দেওর-বউদি। ঘটনাটি কান্দি থানার সন্তোষপুর এলাকার। মৃতের নাম মৃন্ময় ঘোষ(২৮) ও রূপালি ঘোষ (২৫)। দুই জনের দেহ উদ্ধারের পরই জানা যায় যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। তার জেরে পারিবারিক অশান্তি হত। মৃন্ময় ঘোষ রূপালিদেবীর মামা শ্বশুরের ছেলে। একই গ্রামে বাড়ি দুই পরিবারের। রূপালিদেবীর বাড়িতে টিউশন পড়াতে এসে মৃন্ময়বাবু বৌদির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তার জন্য স্বামীর সঙ্গে প্রায় অশান্তি হত রূপালিদেবীর। বুধবার রাতে রূপালিদেবী ও তার স্বামীর মধ্যে বচসা হয়। আজ সকালে দুই সন্তানকে শ্বশুরবাড়িতে রেখেই রূপালিদেবী মামা শ্বশুর অমল ঘোষের বাড়িতে চলে আসেন। অমলবাবু বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করলেও মৃন্ময়বাবুর আপত্তি থাকার জন্য রূপালিদেবী সেখানেই থেকে যান। অমলবাবু বলেনমাঠ থেকে ফিরে এসে দেখি ঘর বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় গ্রামের লোক ডেকে দরজা ভেঙে দেখি দুজনে ঝুলছে। হাসপাতালে নিয়ে গেলে দুজনেই মৃত বলে জানা যায়। অমলবাবু আরও জানান যে তিনি আজই জানলেন যে বউদির সাথে তার ছেলের সম্পর্ক ছিল। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট