ধান ঝাড়াই গাড়ি উল্টে বিপত্তি


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ধান ঝাড়াই আর কাজ করতে এসে ধান ঝাড়াই গাড়ি উল্টে বিপত্তি। আহত হয়েছে ৩ শ্রমিক। ঘটনা বেলদা থানার ময়নাপাড়া এলাকার।প্রসঙ্গত বেলদা থানার কাপাসার এলাকা থেকে হুদহুদ নামক ধান ঝাড়াই মেশিন নিয়ে চালকসহ ৫ জন আছে বেলদা থানার ময়নাপাড়া এলাকায় কাজের জন্য। বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় হঠাৎ মাঠের আল পেরোনোর সময় উল্টে যায় হুদহুদ নামক এই ঝাড়াই মেশিন টি।আহত শ্রমিকদের দাবি মেশিনটির এক পার্শ্বে ৫ জন শ্রমিক বসে যাওয়ার জন্য ভারসাম্য রাখতে না পেরে উল্টে যায় এই মেশিনটি।

দুজন ছুটে সরে গেলেও গাড়ীর তলায় চাপা পড়ে যায় তিন শ্রমিক।বাকি শমিকদের চেষ্টায় তাদের গাড়ির নিচ থেকে বের করে আনা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। আহতদের মধ্যে অভিশেক ঢুনকি(১৮) অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে গুরুপদ বেরা(৪৫)। অপর এক আহত সঞ্জয় দেহরি(২০) আঘাত কম থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঝাড়াই মেশিন উল্টে আহত হওয়ার ঘটনায় আতঙ্ক দেখা গেছে ময়নাপাড়া গ্রামে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট