ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত দুই


বুধবার,২৮/১১/২০১৮
501

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝাড়্গ্রাম থানার অর্জুনডহর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত্যু যুবকের নাম চন্দন মাহাত (৩৫), চন্দন দাস ( ২৫)। এদের মধ্যে প্রথমজনের বাড়ি ঝাড়্গ্রামের ভরতপুর। এবং দ্বিতীয় জনের বাড়ি শহরের বেনাগেড়িয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ চন্দন মাহাত ও চন্দন দাস নামে ওই দুই যুবক একটি বাইকে করে বাঁধগোড়ার দিকে যাচ্ছিল।

কিন্তু বাইকের গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ধাক্কা মরে। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দন মাহাত’র এবং আশঙ্কা জনক ভাবে চন্দন দাসকে স্থানীয় মানুষজন উদ্ধার করে ঝাড়্গ্রাম থানায় খবর দেন। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে আহত ও মৃত  ব্যক্তিকে উদ্ধার করে ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পরে আহত চন্দন দাসের শারিরীক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করার সময় মাঝ পথেই মৃত্যু হয়। এদিকে মৃত্যুর সংবাদ এলাকায় পৌছানোর পরেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন রবিবার ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হয় মৃত চন্দন মাহাত’র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট