আগামী ১২ থেকে ১৬ ডিসেম্বর ফরওয়ার্ড ব্লকের রাষ্ট্রীয় সম্মেলন হতে চলেছে কলকাতায়


বুধবার,২৮/১১/২০১৮
697

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্যে পায়ের তলা মাটি আলগা হলেও ২০১৯ এর লোকসভা ভোটে একক বাম শক্তিতেই নির্বাচনী ময়দানে নামার পক্ষে ফরওয়ার্ড ব্লক। আগামী ১২ থেকে ১৬ ডিসেম্বর দলের রাষ্ট্রীয় সম্মেলন হতে চলেছে কলকাতায়। মৌলালির রামলীলা ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হতে চলেছে। আর এই সম্মেলন থেকেই বিজেপি ও কংগ্রেসের থেকে সমদূরত্ব বজায় রাখার পক্ষে প্রস্তাব নিতে চলেছেন বামফ্রন্টের গুরুত্বপূর্ণ এই শরিক দল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, মানুষের জীবন জীবিকার সঙ্কট ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে রাজ্য সম্মেলনে গৃহীত প্রস্তাব গুলি নিয়ে আলোচনা হবে। নেতাজী চেতনা যাত্রা বের করা হবে দলের পক্ষ থেকে।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্মেলন থেকে নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা থেকে উঠে এসেছে তরুন মুখ। জয়ন্ত রায়, নরেন দে’র মত বর্ষীয়ান নেতারা বাদ পড়েছেন নয়া কমিটি থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট