খাবারের গুণগতমান নিয়ে বচসা


বুধবার,২৮/১১/২০১৮
443

বাংলা এক্সপ্রেস---

উত্তরপাড়া কোতরং পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্ণালী সিং গত মাসে এলাকার এক ক্যাটারারের সঙ্গে চুক্তি করে বাড়িতে মেয়ের জন্মদিনের পার্টিতে খাবার পরিবেশন করে। সেই সময় খাবারের গুণগতমান নিয়ে বচসা হয়। পরে সেই ঝামেলা মিটে গেলেও কয়েকদিন ধরে বর্ণালী সিং কে রাস্তায় দেখলে গালিগালাজ করে ও থুতু ফেলে অভিযুক্ত ক্যাটারার বাপি বণিক।

গতকাল বর্ণালী সিং এর মেয়ে বাপি বণিকের বাড়ির পাশের জঙ্গলে একটি প্লাস্টিকে করে কিছু নোংরা আবর্জনা ফেললে তাকেই গালিগালাজ করে বলে অভিযোগ, তারপর বাপি বণিকের ছেলে অক্ষয় বণিক তার বন্ধুদের নিয়ে বর্ণালী সিং এর বাড়িতে গিয়ে মারধর করে তার স্বামী ও মেয়ে কে, গতকাল রাতেই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করে বর্ণালী সিং। যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুন্ডু বলেন, এরকম ধরণের ঘটনা আমরা পার্টি অফিসে বসিয়ে মিটিয়ে দিই এটাও মিটিয়ে দেবো। একজন কাউন্সিলর কি থানায় অভিযোগের পরেও কি পার্টি অফিসে বসে মেটাতে পারে এই নিয়ে প্রশ্ন করেছেন অভিযোগ কারী মহিলা বর্ণালী সিং।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট