শ্রীরামপুর প্রভাস নগরে এটিএমের কাঁচ ভাঙচুর করলো দুস্কৃতিরা


বুধবার,২৮/১১/২০১৮
478

বাংলা এক্সপ্রেস---

একটি এটিএমের কাঁচ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছরালো শ্রীরামপুর থানার অন্তর্গত প্রভাসনগর এলাকায়।স্থানীয় সুত্রে খবর, রবিবার রাত সারে দশটা নাগাদ দুজনের দুস্কৃতি দল একটি বাইকে করে ঐ এটিএমে অাসে। অভিযোগ এটিএমে ঘরের কাঁচের দরজা সহ কাঁচের দেওয়াল ভাঙচুর করে তারা।এদিকে অাচমকাই কাঁচ ভাঙার শব্দে ছুটে অাসে এলাবাসীরা। ঘটনাস্থলেই হাতে নাতে তাদের ধরে ফেলে পুলিশ খবর দেয় তারা। অভিযোগ ঘন্টা খানেক কেটে গেলেও পুলিশের সেখানে না অাসায়।এলাকাবাসীদের হাতে ধৃত দের ছেড়ে দেয় তারা। এর ঘন্টাখানেক পর অাবার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অাসে। সুত্রের খবর, দুস্কৃতিরা রিষড়ার ছাই রোডের বাসিন্দা। এই ঘটনায় অবিলম্বে দুস্কৃতিদের চিন্হিত করে গ্রেফতারের দাবি তুলেছে স্থানীয়রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট