পশ্চিম মেদিনীপুর: সাংসদ হওয়ার পর থেকেই বিগত বছরের ন্যায় বিজয়া সম্মিলনী হল ঘাটাল সাংসদ এলাকার তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে।সেই সম্মেলনে এসে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অভিনেতা দেব বলেন বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন।প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির থেকে শুরু করে সচিব পার্থ চট্টোপাধ্যায় বারবার আবেদন করেছে বিক্ষুব্ধ পুরনো তৃণমূল কর্মীদের ফেরাতে হবে দলে । সাংসদ দেব সে কথারই পুনরাবৃত্তি করল এই দিনে বিজয়া সম্মিলনী থেকে । ব্যক্তিগত স্বার্থ নিয়ে বারবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল ডেবরায় । বক্তৃতার শুরুতেই দেব মনে করিয়ে দেন,দল সকলের ঊর্ধ্বে। ২০১৯ এই লোকসভা নির্বাচন তার আগে সকলকে মিলে কাজ করার বার্তা দিলেন সংসদ দেব । জেলা সভাপতি অজিত মাইতি এবং যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি কে পাশে রেখে সাংসদদের যে বার্তা দিলেন তাতে কি আদৌ কাজ হবে সেটাই কিন্তু দেখার বিষয়।
নিজেদের মধ্যে বিরোধ দূরে ঠেলে ঐক্যের ডাক দিল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব
বুধবার,২৮/১১/২০১৮
414
বাংলা এক্সপ্রেস---