দীর্ঘ দশ দিন বন্ধ পোস্ট অফিস ভোগান্তি ২৫ টি গ্রামের কয়েক হাজার মানুষের


বুধবার,২৮/১১/২০১৮
416

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: দীর্ঘ দশ দিন যাবৎ বন্ধ গড়শালবনীর পোস্টঅফিস। পোস্টম্যান আসছে আসছে বিভিন্ন গ্রামের গ্রাহক গন বৃদ্ধ থেকে বৃদ্ধা এবং সমস্ত মানুষ জন কিন্তু দেখা পাত্তানেই ব্রাঞ্চ পোস্টমাস্টারের। আবার যখন আসতেন পোস্ট অফিসে তখন ১১ টায় এসে ১২ টায় বন্ধ করে দিতেন পোস্ট অফিস। গ্রামের মানুষের কথামত তারা বার বার জানিয়েছে হেডপোস্ট অফিসে বিভিন্ন জায়গায় কিন্তু কোন সুরাহা হয়নি। এবার তো এক দম টানা ১০ দিন বন্ধ পোস্ট অফিস।

শেষ খোলা হয়েছিল ১৭ ই নভেম্বর তারপর থেকে বন্ধ ঐ পোস্ট অফিস। ভুগতে হচ্ছে ঐ পোস্ট অফিসের অন্তর্গত ২৫ টি গ্রামের বেশ কয়েক হাজার গ্রামবাসীদের। ঐ পোস্ট অফিসের অন্তর্গত কামাঁরবাধি,শাঁখাবাধি,শিরশি, ভাগাবাঁধ,শালবনী,জিতুশোলসহ আরও ১৯টি গ্রামের প্রায় ২৫০০০ মানুষ ভুগছে মাসের শেষের সময়। কারুর মাসিক রেকারিং জমা ,কারুর টাকা তোলা ,কারুর টাকা জমা দেওয়া ,কারুর মানিঅর্ডার পাঠানোর কাজ সব বন্ধ। ভোগান্তিতে পরেছে গ্রামের মানুষ গুলি। ঐ পোস্ট অফিসের পোস্টম্যান লক্ষীকান্ত মাহাত জানান যে আমি আসছি কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টার যদি না আসেন কোন কাজ করা সম্ভব হচ্ছেনা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট