“১৯৭৫ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ভারতীয় দল”


বুধবার,২৮/১১/২০১৮
547

বাংলা এক্সপ্রেস---

“১৯৭৫ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ভারতীয় দল” আজও সেই দিনটি ভুলতে পারেননি ভারতীয় হকি দল। সেই দিনের রোমহর্শক মুহুর্ত এখনো তাড়া করে বেড়ায় ভারতীয় হকি দলকে, এবার আবার সেই বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। এবারের হকি বিশ্বকাপের আয়োজন করেছে ভারত, ৪৩ বছর আবার সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় দল। এই বছর সমর্থকদের আবেগ, সব কিছু ছুঁয়ে থাকবে এই ভারতীয় দলকে নিয়ে । হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাওয়ার সামনে দাঁড়িয়ে ভারতীয় হকিদল। ২৭ নভেম্বর এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল এই বছরের হকি বিশ্বকাপ। এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সিনেম জগতের কলাকুশলি ও নানা বিদ্দজনেরা। এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল হকি বিশ্বকাপের নতুন যাত্রা। এই ম্যাচ নিয়ে আজ উত্তেজন তুঙ্গে, ভারতীয় দল আবার সেই বিশ্বকাপ জেতার নিয়ে লক্ষ্য মাঠে নামবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট