রথযাত্রা চলাকালীন রাজ্যে পাঁচটি জনসভা করার সম্মতি দিয়েছেন মোদি, দাবি দিলীপ ঘোষের


মঙ্গলবার,২৭/১১/২০১৮
657

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বিজেপির রথ যাত্রা কর্মসূচি চলাকালীন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট চারটি জনসভায় অংশ নেবেন তিনি। এবিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাঁচ রাজ্যে ভোটের কারনে রথযাত্রা সাময়িক পিছিয়ে দেওয়া হয়েছে। এক মাস ধরে ধরে এই কর্মসূচি চলবে। প্রতি সপ্তাহে এক দিন করে এই রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এই রথযাত্রা কর্মসূচি নিয়ে রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না বলে এদিন অভিযোগ করেন বিজেপির নেতারা। আর সেই অভিযোগ জানাতে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। রাহুল সিনহা অভিযোগ করে বলেন, তৃণমূল ভয় পাচ্ছে তাদের এই রথযাত্রা নিয়ে। তাই প্রশাসন অসহযোগিতা করে চলেছে।

অভিযোগ শুনে রাজ্যপাল জানিয়েছেন এবিষয়ে রাজ্যের অাধিকারিকদের সঙ্গে কথা বলবেন। রাজভবন থেকে বেরিয়ে এমনটাই দাবি করেন রাহুল সিনহা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট