হানা ওখাটাকে হারিয়ে সোনা জিতলেন মেরিকম। এদিন ম্যচের শুরুতে একেবার ভিন্ন মেজাজে দেখা যায় মেরিকমকে। এইদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মের কম। কেইটি টেলর কে পিছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন মেরি। তাঁর রনং দেহী মেজাজ এর সামনে পরাজিত হল হানা ওখাটাকো। এই দিন ৫-০ ফলাফলে পরাজিত করেন তিনি। এই জয়ের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ৮ বছর পর সোনা জিতলেন মেরি। এদিন প্রতিপক্ষকে তিনি প্রথম থেকেই দাঁড়াতে দেননি। এর আগেও তিনি প্রশংসা কুড়িয়েছেন এই তারকা বক্সার। এদিন সোনাজিতে আবার তিনি প্রমাণ করলেন বিশ্বমঞ্চে তিনি এখনো সবার সেরা। এই জয়ের ফলে আবার ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মেরি কম।
৬টি সোনা জিতে নজির গড়লেন মেরিকম
রবিবার,২৫/১১/২০১৮
598
বাংলা এক্সপ্রেস---