এই ডিসেম্বরে আ্যডভেঞ্চার জমে উঠুক জোজোর সাথে


রবিবার,২৫/১১/২০১৮
938

বাংলা এক্সপ্রেস---

বাংলা ছায়াছবি জগতে শিহরণ জাগিয়ে তুলতে আসছে জোজো। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা ডিসেম্বর মাসে মুক্তি পাবে। এই ছায়াছবিতে গান গেয়েছেন অরিজিত সিং। এছাড়া গানগুলি কম্পোসড করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্তা। ট্রেলার সামনে এসেছে কিছুদিন আগে। শীতের শুরুতেই নতুন চমক বাংলা ছায়াছবি প্রেমীদের জন্য। শুধু তাই নয় আ্যমাজন অভিজান এর মতো পশুপাখি নিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে। ইতিমধ্যে এই ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। তাতেই শোরগোল পড়ে গেছে। এই শীতে আবার সকলে হলমুখি হবে বাংলা ছায়াছবি প্রেমীরা তা বোঝাই যাচ্ছে!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট