ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট পলিসি এন্ড প্রমোশনাসের প্রতিনিধি বানতলায়


শুক্রবার,২৩/১১/২০১৮
421

বাংলা এক্সপ্রেস---

ভাঙড়ঃ বানতলা চর্মনগরীর মডিউল ৫,৬,৭ ও ৮ তৈরির ব্যাপারে কিছুদিন আগেই ট্যানারি সংগঠনের পক্ষে কেন্দ্রীয় সরকারের কাছে পরিকাঠামো বাবদ ২৫০ কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল। এজন্য ট্যানারি সংগঠন ও রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট পলিসি এন্ড প্রমোশনাস এর তরফ থেকে এদিন প্রতিনিধি আসেন বানতলায়। তাঁরা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলার পাশাপাশি চর্মনগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁর মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সুইচ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইলফা প্রভৃতি ঘুরে দেখেন এবং পরিকাঠামোর জন্য প্রইয়োজনীয় বরাদ্দের ব্যপারে সবুজ সংকেত দেন। এদিন কেন্দ্রের আইডিপির সহকারি অধিকর্তা সৈকত বর্মন এবং শিল্প বানিজ্য দপ্তরের আনন্দ সিনহা ছিলেন। এছাড়া রাজ্যের এম এস এম ই দপ্তরের কর্তা সুব্রত মুখোপাধ্যায়ও ছিলেন।

বানতলা ট্যানারি সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান বলেন, ‘এখানে ছোট বড় ৯৯ টি কারখানা আছে যেগুলি পরিকাঠামো যেমন ট্রিটমেন্ট প্ল্যান্ড, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কমন ফেসিলিটি সেন্টার না থাকার জন্য ছাড়পত্র পাচ্ছে না। কোন কোন কারখানার আয়তন দু লক্ষ বর্গ ফুটেরও বেশি। তাই আমরা রাজ্যের মাধ্যমে কেন্দ্রের কাছে বরাদ্দের জন্য আবেদন করেছিলাম। ওরা সেই আবেদনে সাড়া দিয়ে আজ ভিজিট করেছেন।‘

আই ডি পি পি কর্তা সৈকত বর্মন বলেন, ‘পুরো জায়গাটা ঘুরে ভাল লাগল। এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা সেটা দপ্তরকে জানাব।’ শিল্প বানিজ্য দপ্পতরের প্রতিনিধি আনন্দ সিনহা বলেন, ‘এখানে কাজের উপযুক্ত পরিবেশ আছে। ভাল কাজ হচ্ছে। আমরাও চেষ্টা করবো যতটা সহায়তা দেওয়া যায়।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট