নবগ্রামঃ শুক্রবার সকালে চাষীরা চাষ করতে যাওয়ার সময় নবগ্রাম থানার গ্রামদিঘী এলাকায় একটি পুকুরের পাড়ে লাইলনের ব্যাগের মধ্যে তাজা বোমা দেখতে পায়। তারা আতঙ্কিত হয়ে গ্রামবাসীকে ঘটনার কথা জানায়। গ্রামবাসীরা নবগ্রাম থানায় খবর দিলে, নবগ্রাম থানার পুলিস এসে ব্যাগ সমেত তাজা বোমাগুলি উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে ব্যাগের মধ্যে ৮-১০টি তাজা বোমা ছিল। তারা বোমস্কোয়ার্ডকে খবর দিয়েছে। বোম স্কোয়ার্ড এসে তবেই বোমাগুলি নিস্ক্রিয় করবে। তবে কিভাবে অই এলাকায় বোমাগুলি আসল তার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিস। বোমা উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নবগ্রামে
শুক্রবার,২৩/১১/২০১৮
541
বাংলা এক্সপ্রেস---