কান্দিতে আত্মঘাতী প্রেমিক যুগল


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
711

বাংলা এক্সপ্রেস---

কান্দীঃ কান্দিতে আত্মঘাতী প্রেমিক যুগল। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের কান্দিতে প্রেমিক যুগলের আত্মহত্যা ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কান্দি থানার অন্তগর্ত গোকর্নের মোতড়া গ্রামে। মৃত প্রেমিকার নাম গৌরী প্রধান (১৯) ও প্রেমিক সুরজিৎ ঘোষ (২১)। পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল দুই জনের মধ্যে। গৌরী প্রধানের অগ্রাহায়নমাসে ২৭তারিখ পলসন্ডা চানক্য নবগ্রামে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু অন্য ছেলে সাথে বিয়ে মেনে নিতে পারেনি গৌরী ও সুরজিৎ প্রেমিক যুগল

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিমগাছের সাথে গলায় ফাঁস লাগানো যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। গৌরী কপালে সিদুর পরানো এবং এক ওনা দিয়ে গলায় ফাঁস লাগানোর ঝুলন্ত দেহ উদ্ধার করে কান্দী থানার পুলিস। পুলিসের অনুমান আত্মহত্যা করেন দুজনেই। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট