নতুন মেয়র বাছতে কাল কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন মমতা


বুধবার,২১/১১/২০১৮
706

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কাল বিকালে উত্তীর্ণ সভাঘরে কলকাতা পুরসভার সব তৃণমূল কাউন্সিলরকে বৈঠকে ডাকলেন মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই ঠিক হবে নতুন মেয়র কে হবেন। মিটিংটা ডাকা হয়েছে মূলত সেই কারণে বলেই সূত্রের খবর। আগামীকাল বিকেল ৫ টায় উত্তীর্ণ সভাঘরে বৈঠক। মেয়র কে হতে পারেন, কাদের নাম উঠে আসছে এই নিয়ে জল্পনার শেষ নেই।

বিভিন্ন নাম নিয়ে চর্চ্চা চলছে। রাজনৈতিক মহলে যাদের নাম বেশি ঘুরছে -১) বৈশান্বর চট্টোপাধ্যায়। সম্প্রতি রাজ্যসভা নির্বাচনের আগে দলের প্রার্থী ঘোষনার পর যথেষ্টই হতাশ হয়েছিলেন তিনি। ২) দেবাশীষ কুমার। ৩) অতীন ঘোষ। আবার মালা রায়ের নামও শোনা যাচ্ছে। জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ দেবব্রত সরকারের নামও ভাসছে। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আজ নবান্নে তাঁর ঘরের দরজা বন্ধ রয়েছে। অবশ্য নামের ফলক এখনও রয়ে গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট