বিশ্ব নবী হজরত মোহম্মদের জন্ম দিবসে রক্তদান শিবির


বুধবার,২১/১১/২০১৮
466

বাংলা এক্সপ্রেস---

বিশ্ব নবী হজরত মোহম্মদের জন্ম দিবস উপলক্ষে কুমারডাঙ্গী জনকল্যাণ সুরক্ষা সমিতি -র উদ্যোগে আজ উত্তর দিনাজপুর জেলার কুমারডাঙ্গীতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রী মানষ ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহেড়ী, রক্তদান আন্দোলনের পথিকৃত মাননীয় শ্রী সুব্রত সরকার মহাশয়, রায়গঞ্জ মুক্তির কান্ডারীর সম্পাদক শ্রী কৌশিক ভট্টাচার্য, সমাজ সেবী শ্রী কৌশিক চক্রবর্তী, প্রগতি (রায়পুর সমাজ কল্যাণ সমিতি)-র সম্পাদকশ্রী সমীর সাহা সহ বিভিন্ন সদস্যগন ও প্রগতির সম্পাদক সমীর সাহা জানান সকলের যে ভ্রান্ত ধারনা ছিল যে সংখ্যা লঘু সম্প্রদায় রক্তদানে পিছিয়ে থাকে তা এই কুমারডাঙ্গী জনকল্যাণ সুরক্ষা সমিতি ভেঙ্গে দিল। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের রক্তই যে এক তা আবারও প্রমানিত। “তোমার রক্ত আমার জীবন,আমার রক্ত তোমার জীবন”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট