অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে পরাজিত ভারতীয় দল


বুধবার,২১/১১/২০১৮
600

বাংলা এক্সপ্রেস---

আজ মুখোমুখি হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভারতীয় বোলারদের সাবলীল ভাবে ব্যাট করেন অস্ত্রেলিয়ার ব্যাটসম্যানরা। এদিন ক্রিস লিন করেন ৩৭, গ্লেন ম্যাক্সওয়েল (৪৬) ও স্টয়নিস ৩৩ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের দেশের মাটিতে স্বাচ্ছন্দ্যে খেলেন অস্ট্রেলিয়া বাহিনী। এদিন ভারতীয় বোলারদের মধ্যে সেই ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি।

অন্যদিকে জবাবে ব্যাট করতে নামে ভারতীয় দল, শুরুতেই ভারতীয় দলকে স্বভাবসিদ্ধ মেজাজে দেখা যায়। এদিন রোহিত শর্মা প্রথমেই ফিরে যান, অন্যদিকে এদিন শিখর ধাওয়ান ভারতীয়দের মধ্যে সর্বচ্চ রান করেন । অস্ট্রেলিয়া সফরে তার রেকর্ড বরাবর ভালো। এদিন শিখর ধাওয়ান ৭৬ রান করেন। কিন্তু শেষ রক্ষা হল না ম্যাচের গুরুত্বপুর্ন সময়ে তিনি ফিরে যান। দীনেশ কার্তিক ভারতকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও ব্যার্থ হন। শেষ ওভারে ৪ রানে পরাজিত হয় ভারতীয় দল। বিরাটের নেতৃত্বে বিদেশ সফরে প্রথম ম্যাচে পরাজিত হল ভারতীয় দল। তবে দলে ধোনির অভাব স্পষ্ট হয়ে উঠেছে কিনা সেটা পরবর্তী ম্যাচ গুলো দেখে বোঝা যেতে পারে। পরবর্তি ম্যাচ গুলোতে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেই দিকে চোখ থাকবে সবার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট