সাময়িক বন্ধ হয়ে গেলো ফেসবুক চিন্তার ভাঁজ ফেসবুক ব্যবহারকারীদের


মঙ্গলবার,২০/১১/২০১৮
5899

শুভ বিশ্বাস---

আজ সাময়িক কিছুক্ষনের জন্যে বন্ধ হয়ে যায় ফেসবুক, এর ফলেই সমস্যায় পরেন ফেসবুক ফেসবুক ব্যবহারকারীদের। এর আগেও বেশ কয়েকবার এই সমস্যার মুখোমুখি হয়েছে সাইবারবাসী। দিনের বেশিরভাগ সময়টা অনেকে ফেসবুক ইউস করেন। এছাড়া বর্তমানে এই ফেসবুকের জনপ্রিয়তা অনেক বেশি। কিছু ক্ষন আগে অনেকে নিজের আক্যাউন্ট লগিন করতে গিয়েই এই সমস্যায় পরে। কিছুতেই বুঝতে পারছিলেন না অনেকে । অনেক ভেবে নিয়েছিলেন যে তাদের অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, বা হ্যাক হয়েছে।

কিন্তু সমস্যাটি ছিল খোদ ফেসবুক কর্তিপক্ষের । অনেকে যখন বারবার কোনপোস্ট শেয়ার বা কমেন্ট করতে যাচ্ছিলেন তখন স্ক্রিনে ভেসে আসে সামথিং ওয়েন্ট রং, এর ফলে ভোগান্তির শিকার হয় বহু ইউসার। ইতিমধ্যে সুত্রের খবর কিছুক্ষনের জন্যে ফেসবুক সার্ভার ডাউন হয়ে যায়। ফেসবুক এখন একাউন্ট ভেরিফিকেশান চলছে, । বেশ কিছু গ্রাহক দের একাউন্ট ব্লক দেখাচ্ছে অনেক সময়। তাই আপনার একাউন্টটি সুরক্ষিত রাখতে ফেসবুকে অযথা গেম খেলবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করুন কিছু সময় অন্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট