আর নরম হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়


মঙ্গলবার,২০/১১/২০১৮
909

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আর নরম হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কঠোর সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। সঙ্গে সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহন করেছেন। সেইসঙ্গে ওই দফতর গুলো ফিরহাদ হাকিম সামলাবেন বলেও জানিয়ে দিয়েছেন। মেয়র পদও ছাড়তে বলে দিয়েছেন। নবান্নে মমতা বলেন, এর আগে চার পাঁচ বার রিজাইন দিয়েছে। কেউ যদি রিজাইন করার ইচ্ছে প্রকাশ করে আমাদের কি করার আছে। বুঝিয়েছিলাম বোঝে নি, ভেবেছিলাম বুঝবে। আজও ইস্তফা দিয়েছে আমরা গ্রহণ করেছি। এখন থেকে ওর দায়িত্বে থাকা দফতর দুটি আপাতত ফিরহাদ হাকিম দেখবেন।
মুখ্যমন্ত্রী এও বলেন আমি ওকে মেয়র থেকেও ইস্তফা দিতে বলেছি।

তবে মেয়র পদটা যেহেতু ইলেক্টেড পদ তাই ওটা সিস্টেমে মত ঠিক করতে হবে। এখন থেকে খলিল আহমেদ পেন্ডিং কাজ দেখে নেবে। সঙ্গে আমরা তো আছি। আর বিধানসভায় গিয়ে আমরা বাকিটা দেখে নেবো আলোচনা করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট