বহরমপুরঃ ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল ওয়ার্ডে আগুন আতঙ্ক ছড়ায়। শুরু হয়ে যায় রোগীদের ছোটাছুটি। জানা যায় এদিন দুপুরে মেডিক্যাল কলেজের মেল ওয়ার্ডে একজন রোগী অক্সিজেন নেওয়ার সময় ধূমপান করছিল। সেই সময় হঠাৎই ধোঁয়ায় ঘর ভরে যায়। যদিও কোথাও আগুনের শিখা দেখা যায়নি। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। হাসপাতাল কর্মীদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক
মঙ্গলবার,২০/১১/২০১৮
444
বাংলা এক্সপ্রেস---