ট্রেকার উল্টে বিপত্তি


সোমবার,১৯/১১/২০১৮
613

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ঘুরপথে যাওয়ার সময় ট্রেকার উল্টে বিপত্তি।আহত কলেজ ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন যাত্রী। বেলদা থানার শুশিন্দার ঘটনা।সুত্রের খবর প্রায় ১৬ জন যাত্রী নিয়ে বেলদা থেকে ভসরা যাচ্ছিল ট্রেকারটি। বেলদা শুশিন্দা রেল ক্রসিং বন্ধ থাকায় বিকল্প রাস্তা ধরে ঘুরপথে যাচ্ছিল ট্রেকারটি। শুশিন্দার কাছে ৬০ নং জাতীয় সড়কে উঠার পথে ব্রেক ফেল করলে উল্টে যায় ট্রেকারটি। আহত হয় কলেজ ছাত্রছাত্রী সহ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে, সোমবার বিকেলে ঘুরপথে যাওয়ার সময় এই বিপত্তি। স্থানীয়দের চেষ্টায় আহতদের ভর্তি করা হয় বেলদা গ্রামীন হাসপাতালে। বেলদা থানার পুলিশ দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে। তদন্তে বেলদা থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট