কলকাতার নিষিদ্ধপল্লীর অজানা অচেনা ইতিহাস, জানতে হলে প্রতিবেদনটি পড়ুন


সোমবার,১৯/১১/২০১৮
769

বাংলা এক্সপ্রেস---

ভারত তো বটেই, সেইসাথে গোটা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এই রেড-লাইট এলাকা সোনাগাছিতে কবে যে প্রথম ইতিহাস কথা বলতে শুরু করেছিল সে নিয়ে আজ নানা কাহিনী পাওয়া যায়। আমরা সকলেই জানি, সোনাগাছি জায়গাটা কিন্তু আসলে যে কারণে বিখ্যাত বা কুখ্যাত, তা হল এই এলাকায় রমরমিয়ে চলে যাকে বলে যৌন ব্যবসা। এই জায়গাটি নিয়ে জমে রয়েছে অজস্র কাহিনী। শহর কলকাতার আনাচে কানাচে যে জায়গা গুলি রয়েছে তার থেকে সম্পুর্ন অন্যধারার অজানা কাহিনী রয়েছে এই জায়গাটি জুড়ে । এশিয়া মহাদেশের অন্যতম সর্ব বৃহত যৌন পল্লী কলকাতায় অবস্থিত।

যৌন সুখের উল্লাসে নিশ্চিন্তে মেতে ওঠার জন্য এ ভাবে কেন-ই-বা নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হচ্ছে সোনাগাছি অথবা অন্যকোনো যৌনপল্লীকে? তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সকাল থেকে রাত যেখানে খদ্দেরের ভিড়। বহু নারী দাঁড়িয়ে রাস্তায়। যেখানে শহর কলকাতার বাবুদের ভিড়। ঐ গলিতেই পা বাড়ালে আপনি বুঝতে পারবেন শহর কলকাতার অচেনা এলাকা নিয়ে কেন এত কাহীনি বারবার শিরোনামে আসে খবরের পাতার। কলকাতার সোনাগাছিতে মেয়েদের জন্মবার সাথে সাথেই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায় যে আগে গিয়ে তাকে কি কাজ করতে হবে। এই ভাবে গহীন অন্ধকারে চলে যায় তাদের জীবন। এই জায়গাটি বহু লেখকের কলমে উঠে এসেছে বারবার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট